আজকে ওনাদের তিনজন ডাইরেক্টর সফটওয়্যার বাজার বাংলাদেশের অফিসে এসে চুক্তিপত্র সম্পাদন করেন।

উনাদের প্রতিষ্ঠানে বর্তমানে পাঁচ শতাধিক গ্রাহক রয়েছে। উনারা 1000 গ্রাহকের মাইলফলক স্পর্শ করতে চায়।

সেই লক্ষ্যেই উনারা সমিতিকে অটোমেশনের আওতায় নিয়ে আসছেন। এ ব্যাপারে তারা সমিতি কিপার কে যোগ্য বলে মনে করেছে।

কি খুজছেন এখানে লিখুন