সিস্টেম এর ব্যবহারকারী (ইউজার ) সেটাপ করার জন্য আপনাকে প্রথমে আপনাকে Primary > Staff List এ গিয়ে করে নিতে পারবেন । তারপর আপনি তার ইউজার প্যানেল তৈরি করতে পারবেন ।
Staff List এ যাওয়ার পর আপনি বামপাশে উপরে (+) চিহ্ন দেখতে পারবেন। এটিতে ক্লিক করলে আপনি এই ধরনের একটি পেইজ দেখতে পারবেন। এখানে প্রয়োজনমত ফিল্ডগুলো পূরণ করে নিন।
সাবমিট করার পর আপনার স্টাফ লিস্টে এই স্টাফকে দেখতে পারবেন। সেখান থেকে আপনি তাকে ইউজারনেম এবং পাসওয়ার্ড সেট করে দিতে পারবেন। স্টাফ লিস্টে Make Panel নামে একটি অপশন পাবেন ।
Make Panel এ ক্লিক করলে আপনি উইজারনেম আর পাসওয়ার্ড সেট করার অপশন পাবেন। নিচের ছবিটি দেখুনঃ
এখানে দেওয়া ইউজারনেম আর পাসওয়ার্ড আপনার স্টাফকে দিয়ে দিন। তারপর এই ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে সফটওয়্যারে প্রবেশ করবে।
আরো বিস্তারিত বুঝতে নিচের দেওয়া ভিডিওটি দেখুন