সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।
প্রাথমিক সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য জেলা সমবায় অফিসারের নিকট নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে
প্রাথমিক প্রশ্ন ২
কেন্দ্রীয় সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে জেলা সমবায় অফিসারের নিকট প্রেরণ করলে নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে
প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ফরম-১ এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ফরম-২ অনুযায়ী আবেদনপত্র প্রস্তাবিত উপ-আইনের ৩ (তিন) কপিসহ নিবন্ধকের নিকট দাখিল করিতে হইবে।
প্রাথমিক সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য জেলা সমবায় অফিসারের নিকট নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে
নিবন্ধন ফি এর উপর সরকার নির্ধারিত হারে (১৫%) মূল্য সংযোজন কর (মূসক) জমা প্রদান করতে হবে।
দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩,০০০ (তিন হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ব্যতীত অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০,০০০ (বিশ হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০,০০০ (এক কোটি) টাকা এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকিতে হইবে।
এই সফটওয়ারটি তৈরী করা হয়েছে মূলত: আর্থিক প্রতিষ্ঠানের (বিভিন্ন সমবায় সমিতি/ মাল্টিপারপাস /এনজিও/বীমা) সদস্যদের তথ্য সংরক্ষণ ও আর্থিক ব্যবস্থাপনার কাজ সহজ ও সাবলিল করার জন্য