সমবায় সমিতির রেজিস্ট্রেশন কিভাবে করবেন ?

সমবায় অধিদপ্তর জনগনের আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্ হ্রাস করনে সরকারী উদ্যোগ বাস্তবায়নের অন্যতম প্রধান সংস্থা। সমবায় অধিদপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনস্ত অধিদপ্তর। সমবায় অধিদপ্তরের প্রধান নিবন্ধক ও মহাপরিচালক নামে অভিহিত। উপজেলা, জেলা, বিভাগ ও সদর দপ্তর এ ৪ পর্যায়ে এ অধিদপ্তরের কার্যালয় বিস্তৃত। এছাড়া একটি জাতীয় প্রশিক্ষন একাডেমী ও ১০টি আঞ্চলিক সমবায় প্রশিক্ষন ইনস্টিটিউট রয়েছে। সমবায় সমিতির নিবন্ধনসহ বিধিগত বিভিন্ন সেবা, আইনগত পরামর্শ এবং উন্নয়ন ও সম্প্রসারনমূলক কর্মকান্ডের মাধ্যমে সমবায় আন্দোলনকে সহায়তা করা ও জনগণের আর্থসামাজিক উন্নয়ন নিশ্চিত করা সমবায় অধিদপ্তরের মূল কার্যক্রম।

Section End

সমবায় সমিতি আইন

ক্লিক করে দেখুন

সমবায় সমিতি বিধিমালা

ক্লিক করে দেখুন

জাতীয় সমবায় নীতি

ক্লিক করে দেখুন

সমবায় উপ-আইন

ক্লিক করে দেখুন

Section End

ফরম ডাউনলোড

জমা-খরচ হিসাব

ক্লিক করে দেখুন

নিবন্ধন ফাইল আবেদন

ক্লিক করে দেখুন

প্রাক্কলিত বাজেট

ক্লিক করে দেখুন

Section End

সমবায় অনলাইন নিবন্ধনের ক্ষেত্রে কোনো সমস্যা হলে নিম্নের যেকোনো ঠিকানায় যোগাযোগ করুনঃ

সমবায় অধিদপ্তরঃ

 

সমবায় ভবন এফ-১০, আগারগাঁও সিভিক সেক্টর,

শের ই বাংলা নগর,

ঢাকা- ১২০৭

ফোন: ৮৮ ০২ ৯১৪১১৩১

ফ্যাক্স: ৮৮ ০২ ৯১৩৬৫৯৫

ইমেইল coop_bangladesh@yahoo.com

কারিগরি সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠানের ঠিকানাঃ

 

Geeksntechnology Limited

বাড়ি: ৪৫২(৪র্থ তলা),রোড: ৩১,

মহাখালী ডিওএইচএস,

ঢাকা – ১২১৬

মোবাইল – +৮৮-০১৭০৮৮৬৮১০০

ইমেইল – info@geeksntechnology.com

Section End

প্রাথমিক প্রশ্ন ১

প্রাথমিক সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য জেলা সমবায় অফিসারের নিকট নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে

 

প্রাথমিক প্রশ্ন ২

কেন্দ্রীয় সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য উপজেলা সমবায় অফিসারের মাধ্যমে জেলা সমবায় অফিসারের নিকট প্রেরণ করলে নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে

Section End

প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য ফরম-১ এবং কেন্দ্রীয় ও জাতীয় সমবায় সমিতি নিবন্ধনের জন্য ফরম-২ অনুযায়ী আবেদনপত্র প্রস্তাবিত উপ-আইনের ৩ (তিন) কপিসহ নিবন্ধকের নিকট দাখিল করিতে হইবে।

প্রাথমিক সমবায় সমিতি ( কমপক্ষে ২০ জন সদস্য নিয়ে গঠিত ) নিবন্ধনের জন্য জেলা সমবায় অফিসারের নিকট নির্দিষ্ট আবেদন ফর্মে আবেদন করতে হবে

নিবন্ধন ফি এর উপর সরকার নির্ধারিত হারে (১৫%) মূল্য সংযোজন কর (মূসক) জমা প্রদান করতে হবে।

দারিদ্র বিমোচনের লক্ষ্যে স্বেচ্ছায় বা সরকারী কর্মসূচীর আওতায় গঠিত প্রাথমিক সমবায় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ৩,০০০ (তিন হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি ব্যতীত অন্যান্য প্রাথমিক সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ২০,০০০ (বিশ হাজার) টাকা, ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০,০০০ (এক কোটি) টাকা এবং কেন্দ্রীয় সমিতি ও জাতীয় সমিতি নিবন্ধনের জন্য কমপক্ষে ১,০০,০০০ (এক লক্ষ) টাকা পরিশোধিত শেয়ার মূলধন থাকিতে হইবে।
Section End
Section End
কি খুজছেন এখানে লিখুন