আরএইচস্টেপের সুচনা সরকারের একটি বিশেষ কার্যক্রমের ধারাবাহিকতার মধ্য দিয়ে। ১৯৭৯ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মহোদয়’কে চেয়ারম্যান, অতিরিক্ত সচিব মহোদয়কে ভাইস চেয়ারম্যান হিসাবে এবং মন্ত্রণালয়ের গুরত্বপূর্ণ কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি নির্বাহী কমিটির মাধ্যমে এমআর ট্রেনিং এন্ড সার্ভিসেস প্রোগ্রাম (এমআরটিএসপি) একটি সরকারি প্রকল্প হিসেবে গৃহীত হয়।  ১৯৮৩ সালে তৎকালীন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় একটি বিশেষ প্রকল্প গ্রহণ করে যার নাম ‘মিন্সট্রুয়াল রেগুলেশন ট্রেনিং এন্ড সার্ভিসেস প্রোগ্রাম’ যা সংক্ষেপে এমআরটিএসপি নামে ব্যাপক পরিচিত ছিল। পরবর্তীতে এমআরটিএসপি তাদের কার্যক্রমে কিছু অতিরিক্ত কর্মসূচি যেমন- যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার শিক্ষা, সচেতনতাবৃদ্ধি ও এডভোকেসি যুক্ত করে। ফলে সংগঠনের  স্বপ্ন, কাজ এবং লক্ষ্যের সাথে সমন্বয় সাধনের জন্য একটি নতুন নামের প্রয়োজনীয়তা গভীরভাবে অনুভূত হয়। এরই ধারাবাহিকতায় ২০০০ সালে সংগঠনের নতুন নাম হয়, ‘রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম, সংক্ষেপে আরএইচস্টেপ’।

 

রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস ট্রেনিং অ্যান্ড এডুকেশন প্রোগ্রাম (আরএইচস্টেপ), একটি বেসরকারী প্রতিষ্ঠান যা সরকারের অনুমোদন ও সহযোগিতায় দেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালসহ মোট ৩১ টি ক্লিনিকের মাধ্যমে প্রজনন স্বাস্থ্য সেবার মধ্যদিয়ে  মাতৃমৃত্যু ও অসুস্থতা রোধ এবং পরিকল্পিত পরিবার গঠনে ভূমিকা রাখার পাশাপাশি জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে দারিদ্র বিমোচনে সহায়তা করছে।


 

সফটওয়্যার বাজার বাংলাদেশ এর উদ্ভাবিত সমিতির হিসাব নিকাশের সফটওয়্যার সমিতি কিপার

 

প্রাচীন যুগ থেকে মানুষ তথ্য / উপাত্ত লেখার জন্য / এবং সংরক্ষণ করার জন্য বিভিন্ন প্রকার কৌশল অবলম্বন করে আসছে। তারই ধারাবাহিকতায় বর্তমানে মানুষ আধুনিক কম্পিউটার প্রযুক্তি তথা ক্লাউড টেকনোলজিতে বিভিন্ন প্রকার তথ্য সংরক্ষণ এবং আদান প্রদান করছে।

 

যার সর্বোৎকৃষ্ট উদাহরণ হতে পারে আপনার হাতের মোবাইল ফোন বা কম্পিউটারের স্ক্রিন, যেখানে আপনি আমার এই লেখাটি পড়ছেন। বিশ্বায়নের এই যুগে গ্লোবাল ভিলেজ ধারণাটি অত্যন্ত জনপ্রিয়। যেখানে বলা হয়ে থাকে আপনি পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন আপনি যেন আপনার ঘরেই রয়েছেন। তবে বিশ্বায়নের এই ধারণার সাথে তাল মিলাতে গেলে আপনাকে প্রযুক্তিতে কিছুটা হলেও দক্ষতা অর্জন করতে হয়।

 

আর বর্তমানে প্রযুক্তিতে দক্ষ হওয়ার জন্য পড়াশোনা ছাড়াই আমরা অটোমেটিকেলি কিছুটা হলেও দক্ষতা অর্জন করতে পেরেছি। যেমন আপনার হাতের মোবাইল ফোনটি আপনাকে প্রযুক্তির একেবারে কাছে টেনে নিয়ে এসেছে।

 

বর্তমানে মানুষ নথিপত্র লেখা, সম্পাদনায়,সংরক্ষণ এবং আদান প্রদানের জন্য ক্লাউডস টেকনোলজির দিকে ঝুঁকছে দিনকে দিন। যেমন আমি আমার মোবাইল ফোনে লেখাটি লিখেছি এবং আপনাদের সাথে শেয়ার করেছি, এখন এই মুহূর্তে হয়তবা অনেকেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার এই লেখাটি পড়ছে। জাস্ট এই ধারণাটা দিয়েই আমরা ক্লাউডস টেকনোলজি সম্পর্কে বুঝতে পারি।

 

প্রযুক্তির দিক থেকে হিসেব করলে সমবায় সেক্টর একটি পিছিয়ে পড়া সেক্টর। কারণ এখানে প্রযুক্তির ব্যবহার তথা ক্লাউডস টেকনোলজির ব্যবহার ১০ শতাংশের কম। তবে আশার বিষয় হচ্ছে এই দশকে মানুষ পঙ্গপালের মতোই প্রযুক্তির দিকে ঝুঁকছে অথবা প্রযুক্তি মানুষের দিকে পঙ্গপালের মতন ঝুঁকছে। অর্থাৎ বিষয়টা এমন দাঁড়িয়েছে আপনি প্রযুক্তিকে ইগনোর করলে ও প্রযুক্তি আপনাকে এগনোর করতে দেবেনা।

 

ফিল্ড পর্যায়ে স্টাডি করতে গিয়ে দেখেছি একটা আর্থিক প্রতিষ্ঠান এর ৯০% ই হচ্ছে হিসাব-নিকাশ, তথ্য সংরক্ষণ , রিপোর্ট প্রণয়ন এইসব কাজ। যেখানে প্রতিনিয়ত হিসেব-নিকেশ আপডেট না করার কারণে গরমিল লেগেই থাকে। অডিটের সময় অনেক সময় ব্যয় করে রিপোর্ট তৈরি করতে হয়।

 

তবে সহজেই এসকল বিষয়কে একত্রিত করতে পারে সমিতি কিপার সফটওয়্যার। যা ইতোধ্যেই সারাদেশে ব্যবহার হচ্ছে ব্যাপকভাবে।

 

আরো জানতেঃ https://somitykeeper.com/

Helpline: 01403393868 , 01323150783 , 01305486661

সফটওয়্যার অর্ডার করতেঃ https://somitykeeper.com/buy_now/

সমিতি কিপার ব্যবহার শিখুনঃ https://somitykeeper.com/support/

সমিতি কিপার রিভিউ দেখুনঃ https://somitykeeper.com/tetsimonial/

ফেসবুকে জয়েন করুনঃ https://www.facebook.com/shomitikeepr/

সমিতি কিপার ব্যবহারকারীদের তালিকাঃ https://somitykeeper.com/update/

 

কি খুজছেন এখানে লিখুন