সমিতি কিপারের সাথে ক্যারিয়ার

Somity Keeper

মানুষ হিসেবে আমরা একে অপরের উপর নির্ভরশীল। সহযোগিতা ছাড়া এই পৃথিবীটা কার্যত অচল। আমরা সফটওয়্যার বাজার বাংলাদেশ একটা টিম, যেখানে অনেকেই কাজ করছি। আমরা চাচ্ছি আমাদের সাথে আরো লোকজনের সম্পৃক্ততা বাড়ুক। আমাদের সামর্থ্য নেই  শতশত লোক নিয়ে কাজ করার। তবে আমাদের যা আছে তা দিয়েই আমরা আপনাকে উপকৃত করতে চাচ্ছি, পাশাপাশি নিজেরাও উপকৃত হতে চাচ্ছি।

আমাদের সমিতি কিপার সফটওয়্যার সম্পর্কে যদি আপনি ভালভাবে জেনে এবং বুঝে থাকেন তাহলে আপনি আমাদের সাথে রেফারাল প্রোগ্রামের কাজ করতে পারেন। রেফারাল প্রোগ্রামে কাজ করাকে অনেকেই লজ্জাজনক মনে করে।  ব্যাপারটা আপেক্ষিক। একেক মানুষের পয়েন্ট অফ ভিউ একেক রকম হয়ে থাকে। যদি আপনি সেই দলের না হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাচ্ছি। 

আপনারা যদি আমাদের সমিতি কিপার সফটওয়্যার অন্য কোনো প্রতিষ্ঠানে রেফার করেন এবং সেখানে সফটওয়্যারটি সফলভাবে চলমান হবার সাথে সাথেই আপনি আমাদের থেকে একটা রিওয়ার্ড পেতে পারেন। আপনি যদি এই ব্যাপারটাতে আগ্রহী হন তাহলে ফর্মটা পূরণ করে পাঠিয়ে দিন। আমরা আপনার সাথে যোগাযোগ করব।

সারা দেশেই কাজ করা যাবে। আপনার কাজের পারফরম্যান্স যদি ভাল হয় তাহলে আমরা আপনাকে স্থায়ীকরণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারি। মনোযোগ দিয়ে  কাজ করলে মাসিক ২০ থেকে ৩০ হাজার টাকাও ইনকাম করতে পারেন। আর এই কাজটা করার জন্য আপনার নির্ধারিত কোন সময়ের প্রয়োজন নেই, আপনি আপনার সুবিধামতো সময়ে কাজ করতে পারেন। উল্লেখ্য থাকে যে, ইতোমধ্যে সারাদেশের অনেকেই আমাদের সাথে নিয়মিত কাজ করছে।

কাজটি শেখা বা বুঝার জন্য আপনি টিউটোরিয়ালস এবং সার্বক্ষনিক আমাদের সাহায্য নিতে পারবেন।

সর্বোপরি কথা হচ্ছে কোন কাজ কে ছোট করে দেখবেন না। যেকোনো ধরনের কাজকে অবহেলা বা অবজ্ঞা না করে, বরং শুরু করে দেয়াই বুদ্ধিমানের কাজ।  এতে করে আর কিছু হোক বা না হোক কিছু অভিজ্ঞতা অর্জন হতে পারে, যেটা আপনার পরবর্তী জীবনে কাজে লাগবে।

যোগাযোগ: 0130548666101323150783

ফর্মটি ফিলাপ করে ম্যাসেঞ্জারে মেসেজ দিন: https://www.facebook.com/SomityKeeper2018 

 


ফর্মটি ফিলাপ করে দিন

Click or drag a file to this area to upload.
Click or drag a file to this area to upload.
Click or drag a file to this area to upload.
Selected Value: 20

 

———————————————-

কি খুজছেন এখানে লিখুন