ওয়েবসাইট পরিচালনা বিষয়ক
আমাদের এই সিস্টেম টা লারাভেল ব্যবহার করে করা হয়েছে। যাতে আপনি কোন প্রোগ্রামিং দক্ষতা ছাড়াই সমিতি কিপার এডমিন প্যানেল থেকেই খুব ভাল করে সাইট পরিচালনা করতে পারবেন। আর তাছাড়া সাইটের প্রতিটা সেকশনের আলাদা আলাদা সহজ এবং সাবলীল ভাষায় টিউটোরিয়াল করা রয়েছে। যা দেখে আপনি খুব সহজেই কাজ করতে পারবেন। তাছাড়া সাইট পরিচালনার জন্য আলাদা এপস রয়েছে। যেতা থেকে খুব সহজেই যেকোন নোটিশ, নিউজ, ছবি পাবলিশ করা যাবে।
কিভাবে আপডেট করতে হবে দেখুন