সমবায় সমিতি মাল্টিপারপাস ও এনজিও প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যার তৈরি করেছে আকন্দ ইনফো টেকনোলজিস।
আকন্দ ইনফো টেকনোলজিসের স্বত্বাধিকারী জানিয়েছেন এই সফটওয়্যারটি দিয়ে ছোট বড় বা মাঝারি যেকোনো ধরনের প্রতিষ্ঠানের আর্থিক বিষয়গুলোকে স্পষ্টভাবে ব্যবস্থাপনা করা যাবে।
দৈনন্দিন কালেকশন, ঋণের হিসাব, শেয়ারের হিসাব, সঞ্চয় হিসাব, ডিপিএস এর হিসাব, এফ ডি আর হিসাব, সিসি লোন এর মত ব্যাপার গুলো খুব সহজেই ম্যানেজ করা যাবে এই সফটওয়্যার টি ব্যবহারের মাধ্যম। এস এম এস এর মাধ্যমে ব্যাংক এর মত নোটিফিকেশন পাঠানো যাবে।
বাৎসরিক শেয়ার প্রফিট বিতরণ, সঞ্চয় এর উপরে প্রফিট বিতরণ, ডিপিএস এর উপর প্রফিট বিতরণ সহকারে প্রাতিষ্ঠানিক লাভ ক্ষতি কয়েকটি ক্লিকের মাধ্যমেই আউটপুট নেয়া যাবে।
মাঠকর্মীরা সরাসরি কি তাদের মোবাইল ফোনে থাকা অ্যাপস এর মাধ্যমে দৈনন্দিন কালেকশনগুলো করে ফেলতে পারবে। এতে করে সমিতির কাজ ৮০ শতাংশ কমে যাবে।
বছর শেষে অডিট রিপোর্ট ওই সফটওয়্যার থেকেই আউটপুট নেয়া যাবে।
অডিট রিপোর্টে সমবায় অধিদপ্তর বা সমবায় আইন ফলো করে করা হয়েছে।
এক কথায় বলতে গেলে ম্যানুয়াল প্রসেসে সমিতি যে কাজগুলো করে সেটাকে যদি 100% ধরি তাহলে সমিতি কিপার আপনার এই কাজের পরিধি কে 30% নামিয়ে আনবে।
ডেমো দেখা যাবেঃ https://youtu.be/86QDSkSYTa8
বিস্তারিত জানা যাবেঃ https://somitykeeper.com/
ফোনঃ ০১৬৮৯৬৫৫০৫৫
বিজ্ঞপ্তি।