Last modified: July 26, 2021
আপনি এখানেঃ
আমরা প্রতিনিয়ত ব্রাউজার ব্যবহার করতে গেলে বাংলা ফন্ট ভেঙ্গে যায়, ক্ষেত্রে কোন ডকুমেন্ট প্রিন্ট বা দেখতে গেলেও অসুন্দর দেখায়। যেকোন ব্রাউজারে সোলাইমান লিপি ফন্ট ইন্সটল করে এই সমস্যা থেকে পরিত্রান পাওয়া যায়।
গুগল থেকে সোলায়মান লিপি ডাউনলোড করে ইন্সটল করবেন। তারপর ব্রাউজারের সেটিংস অপশনে গিয়ে ফন্ট খুঁজবেন। তারপর কাস্টমাইজ ফন্টে গিয়ে সোলায়মান লিপি সিলেক্ট করে দিবেন।
সাথে সাথেই আপনার ব্রাউজারের বাংলা ফন্ট ঠিক হয়ে যাবে। যদি তাতেও না হয় তাহলে ব্রাউজার টি বন্ধ করে চালু করবেন। অথবা কম্পিউটারটি রিস্টার্ট করবেন, আশা করি সমাধান হয়ে যাবে।
আর বিষয়টি যদি আপনি বুঝতে না পারেন তাহলে আমাদের থেকে হেল্প নিতে পারেন।
এই লেখা টি কি আপনাকে উপকৃত করেছে? পছন্দ তে ক্লিক করে সাপোর্ট করুন
অপছন্দ করুন 0 of 1 লোক এটাকে উপকারী মনে করেছেন।

Continue reading

Previous: সমিতির স্টাফদের আইডি কার্ড তৈরি
Next: Android App (এন্ডয়েড এপ) কিভাবে ব্যাবহার করবেন দেখে নিন।