অনেক সমিতিতে মাঠকর্মীদের আইডি কার্ড দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে এটা বানানোর ঝামেলার কারণে দেয়া হয়ে ওঠে না। এখন সফটওয়্যার থেকেই এরকম আইডি কার্ড প্রিন্ট হবে। আপনারা কালার প্রিন্টার থেকে প্রিন্ট করে লেমিনেটিং করে দিয়ে দিতে পারবেন।
অথবা সবচেয়ে ভালো হবে ফটো পেপারে প্রিন্ট করে সেটাকে আইডি কার্ড হোল্ডার এর মধ্যে দিয়ে দিলে। আর আইডি কার্ডের পেছনে থাকা কিউআর কোড দিয়ে মাঠকর্মী বা ফিল্ড অফিসার সহজেই গ্রাহকের মোবাইলে এপ কানেক্ট করে দিতে পারবে।
আর আইডি কার্ডের পেছনের দিকে একটা লিংক থাকবে। সেখানে স্ক্যান করলেই আইডি কার্ডটা বৈধ কিনা সেটা যাচাই করা যাবে।
অর্থাৎ কোন ব্যক্তি যদি ওই লিংকে প্রবেশ করে তাহলে আপনার সিস্টেম থেকে একটা রেসপন্স আসবে যে এটা বৈধ নাকি অবৈধ।
কিভাবে করবেন দেখে নিতে পারেনঃ
https://youtu.be/4G9TCYnirFQ