কেমন হয় যদি কর্মীদেরকে মূল্যায়ন সনদ দেওয়া যায়? একটা প্রতিষ্ঠান প্রাণ হচ্ছে তার কর্মকর্তা-কর্মচারী। বিশেষ করে মাঠকর্মীরাই একটা প্রতিষ্ঠান এর সমৃদ্ধিতে মুখ্য ভূমিকা রাখে।
তাদের কর্মস্পৃহা বাড়ায় দেয় এরকম কার্যকলাপ করা উচিত সমিতির প্রধান গণের। প্রতিমাসে যদি সেরা কর্মী নির্বাচন করা হয় তাহলে সকলের মধ্যে প্রতিযোগিতার মনোভাব চলে আসে। সমিতি কিপার ব্যবহার করে এরকম পাঁচশতাধিক সমিতিতে বিষয়টি হয়ে আসছে। এখন তো কিছু সফটওয়্যার থেকেই একটা টেমপ্লেট প্রিন্ট করা যাবে। এটার জন্য সফটওয়্যার এর মেনু থেকে স্টাফ লিস্ট গেলে বেস্ট স্টাফ নামে একটা নতুন অপশন পাওয়া যাবে ।
সেখান থেকে বাকি নির্দেশনা অনুসরণ করে বিষয়টা আউটপুট নিয়ে যাবে। বিষয়টা যদিও খুব ছোট কিন্তু এর আউটপুট অনেক বড়। আমরা আশা করি বিষয়টার মাধ্যমে স্টাফদের কে মূল্যায়ন করা হবে এবং তাদের মধ্যে কর্মস্পৃহা বৃদ্ধি পাবে। বেস্ট স্টাফ অপশনে গেলে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করলে প্রথমে তারিখ দিতে হবে , তারপর বছর, তারপর মাস , তারপর কোন স্টাফকে এওয়ার্ড দিতে চাচ্ছেন তাকে সিলেক্ট দিয়ে একটা নোট লিখে রাখবেন যে কেন তাকে সেরা নির্বাচন করা হলো।
সাবমিট করা হয়ে গেলে নিজে তা লিখে জমা হবে এবং সেখানে থাকা পৃন্ট বাটন এ ক্লিক করে আউটপুট নেয়া যাবে। ভালো প্রিন্ট ফরমেটিং এর জন্য পেপার সাইজ অবশ্যই ল্যান্ডস্কেপ, কোন মার্জিন বা স্কেল থাকবে না । এবং ব্যাকগ্রাউনড গ্রাফিক্স এ ক্লিক করতে হবে তা না হলে পেছনের ডিজাইন টা দেখা যাবে না।
যদি লেখা থেকে বিষয়টি বুঝতে না পারেন তাহলে এই ভিডিওটি দেখে নিতে পারেন: